বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
পান্থপাখির রিক্ত কুলায় বনের গোপন ডালে
পাঠ
ও পাঠভেদ:
পান্থপাখির রিক্ত কুলায় বনের গোপন ডালে
কান পেতে ওই তাকিয়ে আছে পাতার অন্তরালেভ॥
বাসায়-ফেরা ডানার শব্দ নিঃশেষে সব হল স্তব্ধ,
সন্ধ্যাতারার জাগল মন্ত্র দিনের বিদায়-কালে॥
চন্দ্র দিল রোমাঞ্চিয়া তরঙ্গ সিন্ধুর,
বনচ্ছায়ার রন্ধ্রে রন্ধ্রে লাগল আলোর সুর।
সুপ্তিবিহীন শূন্যতা যে সারা প্রহর বক্ষে বাজে
রাতের হাওয়ায় মর্মরিত বেণুশাখার ডালে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
ইউরোপ ভ্রমণের সময় [৯ নভেম্বর
১৯২৬ (২৩ কার্তিক
১৩৩৩ বঙ্গাব্দ)]
হাঙ্গেরির বালাটন ফ্যুরেড নগরীতে অবস্থানকালে এই গানটি রচনা
করেন।
গানটি রবীন্দ্রনাথের
৬৫ বৎসর ৭ মাস বয়সের রচনা।