বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:জীবনে
পরম লগন কোরোনা হেলা
পাঠ ও পাঠভেদ:
জীবনে পরম লগন কোরো না হেলা
কোরো না হেলা হে গরবিনি।
বৃথাই কাটিবে বেলা, সাঙ্গ হবে যে খেলা,
সুধার হাটে ফুরাবে বিকিকিনি হে গরবিনি॥
মনের মানুষ লুকিয়ে আসে, দাঁড়ায় পাশে, হায়
হেসে চলে যায় জোয়ার-জলে ভাসিয়ে ভেলা―
দুর্লভ ধনে দুঃখের পণে লও গো জিনি হে গরবিনি॥
ফাগুন যখন যাবে গো নিয়ে ফলের ডালা
কী দিয়ে তখন গাঁথিবে তোমার বরণমালা
হে বিরহিণী।
বাজবে বাঁশি দূরের হাওয়ায়,
চোখের জলে শূন্যে চাওয়ায় কাটবে প্রহর―
বাজবে বুকে বিদায়পথের চরণ ফেলা দিনযামিনী
হে গরবিনি॥
পাণ্ডুলিপির পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
MS. NO 021:
পৃষ্ঠা:
২৪ পৃষ্ঠায় এই গানটি
পাওয়া যায়।[পাণ্ডুলিপি]
পাঠভেদ: গীতবিতানে এই গানের 'গরবিনী শব্দটি 'গরবিনি' রয়েছে। কিন্তু, রবীন্দ্রনাথের পাণ্ডুলিপিতে রয়েছে 'গরবিনী'।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের
পাণ্ডুলিপি
MS. NO 021
-এর সাথে গানটির রচনাকাল ও স্থানের উল্লেখ রয়েছে,
৮/১২/৩৮, শান্তিনিকেতন শ্যামলী। এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ৭০ বৎসর ১২ মাস।
রাগ: ভৈরবী। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা: ৯৩।]