বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমি আশায় আশায় থাকি
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম : ২০০
আমি আশায় আশায় থাকি।
আমার তৃষিত-আকুল
আঁখি॥
ঘুমে-জাগরণে-মেশা প্রাণে স্বপনের নেশা―
দূর দিগন্তে চেয়ে কাহারে ডাকি॥
বনে বনে করে কানাকানি অশ্রুত বাণী,
কী গাহে পাখি।
কী কব না পাই ভাষা, মোর
জীবন রঙিন কুয়াশা
ফেলেছে ঢাকি॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
- গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপি ও স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার।
[
শৈলজারঞ্জন মজুমদার-কৃত
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
-
রাগ ও তাল:
-
স্বরবিতান ঊনষষ্টিতম
(৫৯)
খণ্ডে (জ্যৈষ্ঠ ১৪১৩
বঙ্গাব্দ)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি ৪।৪
মাত্রা ছন্দে
কাহারবা তালে নিবদ্ধ।
[কাহারবা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : কাফি। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]
-
রাগ : কাফি-কানাড়া। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।
পৃষ্ঠা: ৩১]
- রাগ: সাহানা, খাম্বাজ। তাল:
কাহারবা।
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১] পৃষ্ঠা:
৬০।]
[কাফি-কানাড়া
সুরে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
গ্রহস্বর: সা।
-
লয়: মধ্য।