বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
না না, ভুল কোরো না গো, ভুল কোরো না
পাঠ ও পাঠভেদ:
না না, ভুল কোরো না গো, ভুল কোরো না,
ভুল কোরো না ভালোবাসায়।
ভুলায়ো না, ভুলায়ো না, ভুলায়ো না নিষ্ফল আশায়॥
বিচ্ছেদ দুঃখ নিয়ে আমি থাকি, দেয় না সে ফাঁকি,
পরিচিত আমি তারি ভাষায়॥
দয়ার ছলে তুমি হোয়ো না নিদয়।
হৃদয় দিতে চেয়ে ভেঙো না হৃদয়।
রেখো না লুব্ধ করে, মরণের বাঁশিতে মুগ্ধ করে
টেনে নিয়ে যেয়ো না সর্বনাশায়॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি MS. NO 021: ৪৭ পৃষ্ঠায় এই গানটি পাওয়া যায়। [পাণ্ডুলিপি]
পাঠভেদ:
গানটির প্রথম ছত্রে ভিন্ন পাঠ
রয়েছে-
না না, ভুল কোরো না গো- গীতবিতান,
প্রেম পর্যায়ের ২০২
সংখ্যক গান, পৃষ্ঠা-৩৫১।
ভুল কোরো না গো- গীতবিতান, পরিশিষ্ট ১ নৃত্যনাট্য মায়ার খেলা, ষষ্ঠ দৃশ্য,
শান্তার গান, পৃষ্ঠা-৯২৮।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
MS. NO 021:
-তে
গানটির রচনাকাল উল্লেখ আছে, '১২/১২/৩৮'। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৭০ বৎসর
১২ মাস।
রাগ: বাহার। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১২৪]