বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যে ছিল আমার স্বপনচারিণী
পাঠ ও পাঠভেদ:
যে ছিল আমার স্বপনচারিণী
তারে বুঝিতে পারি নি।
দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে॥
শুভখনে কাছে ডাকিলে,
লজ্জা আমার ঢাকিলে গো,
তোমারে সহজে পেরেছি বুঝিতে॥
কে মোরে ফিরাবে অনাদরে,
কে মোরে ডাকিবে কাছে,
কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে,
এ নিরন্তর সংশয়ে হায় পারি নে যুঝিতে―
আমি তোমারেই শুধু পেরেছি বুঝিতে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাণ্ডুলিপি Ms. 107 [নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ৮/১২/৩৮
শান্তিনিকেতন/শ্যামলী [সূত্র: রবীন্দ্র-পাণ্ডুলিপি
Ms. 107]।
পপপ/;[ড়এই সময়ে রবীন্দ্রনাথের
বয়স ছিল ৭৭ বৎসর ৭ মাস বয়সের রচনা।
দ্বিতীয় খণ্ড (বিশ্বভারতী, ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (প্রেম বৈচিত্র্য-১৭৫) পর্যায়ের ২০৫ সংখ্যক গান।