বিষয়: 
		রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা:
		শিরোনাম: 
আর নহে, আর নহে
পাঠ ও পাঠভেদ:
আর নহে, আর নহে―
বসন্তবাতাস কেন আর শুষ্ক ফুলে বহে॥
লগ্ন গেল বয়ে সকল আশা লয়ে,
এ কোন্ প্রদীপ জ্বালো এ যে বক্ষ আমার দহে॥
কানন মরু হল,
আজ এই সন্ধ্যা-অন্ধকারে সেথায় কী ফুল তোলো।
কাহার ভাগ্য হতে বরণমালা হরণ করো,
ভাঙা ডালি ভরো―
মিলনমালার কণ্টকভার কণ্ঠে কি আর সহে॥
পাণ্ডুলিপির পাঠ:
Ms. 159
BMSF 078।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
	ক. রচনাকাল ও স্থান: 
	১৩৪৫-৪৬
	
	বঙ্গাব্দের মধ্যকার সময়ে এই 
	গানটি রচিত হয়। এই বিচারে 
	গানটি রবীন্দ্রনাথের 
	৭৭ বৎসর বয়সের রচনা। 
	[সূত্র 
	: 
	
	
	গীতবিতান কালানুক্রমিক সূচী। 
	প্রভাতকুমার মুখোপাধ্যায়]
 
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)।
অখণ্ড সংস্করণ,তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (প্রেম বৈচিত্র্য-১৮০) পর্যায়ের ২১০ সংখ্যক গান। মায়ার খেলা।
রাগ: ভৈরব,ভৈরবী। তাল: । কাহারবা/২+২ ছন্দ [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৩।]