বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেম

পাঠ ও পাঠভেদ:

দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেম

        দীপ্ত সে হেম,

    নিত্য সে নিঃসংশয়,

        গৌরব তার অক্ষয়॥

            দুরাকাঙ্খার পরপারে    বিরহতীর্থে করে বাস

                যেথা জ্বলে ক্ষুব্ধ হোমাগ্নিশিখায়  চিরনৈরাশ

                    তৃষ্ণাদাহনমুক্ত অনুদিন অমলিন রয়।

        গৌরব তার অক্ষয়॥

    অশ্রু-উৎস-জল-স্নানে তাপস জ্যোতির্ময়

আপনারে আহুতি-দানে    হল সে মৃত্যুঞ্জয়।

        গৌরব তার অক্ষয়॥

তথ্যানুসন্ধান