বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার মন কেমন করে
পাঠ ও পাঠভেদ:
আমার মন কেমন করে―
কে জানে, কে জানে, কে জানে কাহার তরে॥
অলখ পথের পাখি গেল ডাকি,
গেল ডাকি সুদূর দিগন্তরে
ভাবনাকে মোর ধাওয়ায়
সাগরপারের হাওয়ায় হাওয়ায় হাওয়ায়।
স্বপনবলাকা মেলেছে পাখা,
আমায় বেঁধেছে কে সোনার পিঞ্জরে ঘরে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি BMSF. NO 021: পৃষ্ঠা: ৫ পৃষ্ঠায় এই গানটি পাওয়া যায়।[[নমুনা]]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: পাণ্ডুলিপিতে (MS.
NO 021) গানটির
রচনাকাল উল্লেখ আছে '২৬
নভেম্বর '৩৮'। বঙ্গাব্দের বিচারে তারিখটি হয় '১০ অগ্রহায়ণ ১৩৪৫'।
এই বিচারে গানটি
রবীন্দ্রনাথের
৭৭ বৎসর ৭ মাস বয়সের রচনা।
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৪৮ বঙ্গাব্দ)।
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রেম (প্রেম বৈচিত্র্য-১৮৪) পর্যায়ের ২১৪ সংখ্যক গান।
সিন্ধু, ভৈরব, ভৈরবী। তাল: দাদরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৭।]
[মিশ্র ভৈরবী
সুরে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]