বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
বলো সখী, বলো তারি নাম
পাঠ
ও পাঠভেদ:
বলো সখী, বলো তারি নাম
আমার কানে কানে
যে নাম বাজে তোমার প্রাণের বীণার
তানে তানে॥
বসন্তবাতাসে বনবীথিকায়
সে নাম মিলে যাবে
বিরহবিহঙ্গকলগীতিকায়।
সে নাম মদির হবে যে বকুলঘ্রাণে॥
নাহয় সখীদের মুখে মুখে
সে নাম দোলা খাবে সকৌতুকে।
পূর্ণিমারাত একা যবে
অকারণে মন উতলা হবে
সে নাম শুনাইব গানে গানে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩৪৫ বঙ্গাব্দ। রবীন্দ্রনাথের ৭৭ বৎসর বয়সের রচনা।
গীতবিতানের প্রেম (প্রেম বৈচিত্র্য-১৮৯)পর্যায়ের ২১৬ সংখ্যক গান।
তাসের দেশ (মাঘ ১৩৪৫)। তৃতীয় দৃশ্য, টেক্কানীর গান। রবীন্দ্ররচনাবলী ২৩ খণ্ড। পৃষ্ঠা : ১৭৮।
স্বরবিতান দ্বাদশ (১২, তাসের দেশ) খণ্ডের গান। বাণী অংশ: ২৮। স্বরলিপি অংশ : পৃষ্ঠা ৭২-৭৬।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ।
সুর ও তাল:
স্বরবিতান-১২'এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
রাগ: মিশ্র বেহাগড়া। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৯]
গ্রহস্বর-গা।
লয়-বিলম্বিত লয়ে গেয়।