বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজি দক্ষিণপবনে
পাঠ ও পাঠভেদ:
আজি দক্ষিণপবনে
দোলা লাগিল বনে বনে॥
দিক্ললনার নৃত্যচঞ্চল মঞ্জীরধ্বনি অন্তরে ওঠে রনরনি
বিরহবিহ্বল হৃৎস্পন্দনে॥
মাধবীলতায় ভাষাহারা ব্যাকুলতা
পল্লবে পল্লবে প্রলপিত কলরবে।
প্রজাপতির পাখায় দিকে দিকে লিপি নিয়ে যায়
উৎসব-আমন্ত্রণে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
আজি দক্ষিণপবনে
...অন্তরে ওঠে রনরনি
:
গীতবিতান (মাঘ ১৩৪৮) ও প্রচলিত
...অন্তরে উঠে রনরনি
: পাণ্ডুলিপি
বিরহবিহ্বলহৃৎস্পন্দনে
:
গীতবিতান (মাঘ ১৩৪৮) ও প্রচলিত
অকারণ বিহ্বল
হৃৎস্পন্দনে :
পাণ্ডুলিপি
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩৪৫
বঙ্গাব্দের ফাল্গুনে এই
গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৭৭ বৎসর ১০ বয়সের রচনা।
[সূত্র :
স্বরবিতান ত্রিষষ্টিতম (৬৩)
খণ্ডের (মাঘ ১৪১২
বঙ্গাব্দ)]