বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যদি হায় জীবন পূরণ নাই হল
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম : ২২৮
যদি হায় জীবন পূরণ নাই হল মম
তব অকৃপণ করে,
মন তবু জানে জানে―
চকিত ক্ষণিক আলোছায়া তব
আলিপন আঁকিয়া যায়
ভাবনারে প্রাঙ্গণে॥
বৈশাখের শীর্ণ নদী
ভরা স্রোতের দান না পায় যদি
তবু সঙ্কুচিত
তীরে তীরে
ক্ষীণ ধারায় পলাতক
পরশখানি দিয়ে যায়,
পিয়াসি লয়
তাহা ভাগ্য মানি॥
মম ভীরু বাসনার অঞ্জলিতে
যতটুকু পাই রয় উচ্ছলিতে।
দিবসের
দৈন্যের সঞ্চয় যত
যত্নে ধরে
রাখি,
সে যে রজনীর
স্বপ্নের আয়োজন॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
১৩৪৬
বঙ্গাব্দের ১৩ আশ্বিন মংপুতে এই
গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৭৮ বৎসর ৫ মাস বয়সের রচনা।
[সূত্র :
গীতবিতান কালানুক্রমিক সূচী।
প্রভাতকুমার মুখোপাধ্যায়]
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
গীতবিতান
-এর
প্রেম
(প্রেম
বৈচিত্র্য-১৯৮)
পর্যায়ের
২২৮
সংখ্যক গান।
-
সানাই (১৩৪৭
বঙ্গাব্দ)। 'উদ্বৃত্ত' শীর্ষক কবিতায় রূপান্তরিত।
-
স্বরবিতান ঊনষষ্টিতম (৫৯)
খণ্ডের (জ্যৈষ্ঠ
১৪১৩
বঙ্গাব্দ)
২০
সংখ্যক গান।
পৃষ্ঠা
৬৮-৭০।
-
পত্রিকা
-
বিশ্বভারতী
পত্রিকা (শ্রাবণ-আশ্বিন ১৩৬৯ বঙ্গাব্দ)।
- রেকর্ডসূত্র: নাই।
-
প্রকাশের
কালানুক্রম:
- গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপি ও স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার।
[
শৈলজারঞ্জন মজুমদার-কৃত
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
- সুর
ও তাল:
-
স্বরবিতান
ঊনষষ্টিতম (৫৯)
খণ্ডের (জ্যৈষ্ঠ
১৪১৩
বঙ্গাব্দ)
গৃহীত গানটির
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত
স্বরলিপিটি
৪।৪
মাত্রা ছন্দে
কাহারবা তালে নিবদ্ধ।
[কাহারবা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : মিশ্র পিলু।
[রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি.
ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ
১৩৯০। পৃষ্ঠা : ৭৮]
- রাগ :
ভীমপলশ্রী-মুলতান।
তাল:
কাহারবা। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা ৭৫।
- রাগ :
ভীমপলশ্রী-মুলতান।
তাল:
কাহারবা।
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য
সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা ১২৯।
-
বিষয়াঙ্গ:
-
সুরাঙ্গ:
-
গ্রহস্বর:
জ্ঞা।
-
লয়:
মধ্য।