বিষয়:
রবীন্দ্রসঙ্গীত
গান সংখ্যা:
শিরোনাম:
আমার আপন গান আমার অগোচরে
পাঠ ও পাঠভেদ:
আমার আপন গান আমার অগোচরে আমার মন হরণ করে,
নিয়ে সে যায় ভাসায়ে সকল সীমারই পারে॥
ওই-যে দূরে কূলে কূলে ফাল্গুন উচ্ছ্বসিত ফুলে ফুলে―
সেথা হতে আসে দুরন্ত হাওয়া, লাগে আমার পালে॥
কোথায় তুমি মম অজানা সাথি,
কাটাও বিজনে বিরহরাতি,
এসো এসো উধাও পথের যাত্রী―
তরী আমার টলোমলো ভরা জোয়ারে॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
MSF 021
-এর ৩ পৃষ্ঠায় লিখিত এই
গানের পাশে উল্লেখ আছে, ১২/৩/৩৯। এই সূত্রে বঙ্গাব্দের তারিখ হয় দাঁড়ায়
'২৮ ফাল্গুন, ১৩৪৫'। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৭৭ বৎসর ১০ মাস বয়সের রচনা।
রাগ: গৌড়মল্লার (জ্ঞ)। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৫।]