পাঠ ও পাঠভেদ:
আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশে॥
যবে জাগে মনে অকারণে চঞ্চল হাওয়ায়, প্রবাসী পাখি উড়ে যায়―
সুর যায় ভেসে কার উদ্দেশে॥
ওই মুখপানে চেয়ে দেখি―
তুমি সে কি অতীত কালের স্বপ্ন এলে
নূতন কালের বেশে।
কভু জাগে মনে আজও যে জাগে নি এ জীবনে
গানের খেয়া সে মাগে আমার তীরে এসে॥
ক. রচনাকাল ও স্থান: ১৩৪৫ বঙ্গাব্দের ২৩-২৮ ফাল্গুনে (৭-১২ মার্চ ১৯৩৯ খ্রিষ্টাব্দ) এই গানটি রচিত হয়। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ৭৭ বৎসর ১০ মাস বয়সের রচনা। [সূত্র : গীতবিতান কালানুক্রমিক সূচী। প্রভাতকুমার মুখোপাধ্যায়]
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
- গীতবিতান
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)।
অখণ্ড সংস্করণ,তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (প্রেম বৈচিত্র্য-২০১) পর্যায়ের ২৩১ সংখ্যক গান।
- স্বরবিতান ঊনষষ্টিতম (৫৯) খণ্ডের (জ্যৈষ্ঠ ১৪১৩ বঙ্গাব্দ) ৩ সংখ্যক গান। পৃষ্ঠা ১৯-২০।
- সানাই (১৩৪৭ বঙ্গাব্দ)। 'গানের খেয়া' শীর্ষক কবিতায় রূপান্তরিত।
- পত্রিকা
- গীতবিতান পত্রিকা (১৩৬৭ বঙ্গাব্দ)।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি ও স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার।
[ শৈলজারঞ্জন মজুমদার-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]- সুর ও তাল:
- স্বরবিতান ঊনষষ্টিতম (৫৯) খণ্ডের (জ্যৈষ্ঠ ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
[কাহারবা তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]- রাগ : ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
- রাগ: ভৈরবী। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩৩]
রাগ: ভৈরবী। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬২]
- গ্রহস্বর: সা।
- লয়: মধ্য।