পাঠ ও পাঠভেদ:
ওগো স্বপ্নস্বরূপিণী, তব অভিসারের পথে পথে
স্মৃতির দীপ জ্বালা॥
সেদিনেরই মাধবীবনে আজও তেমনি ফুল ফুটেছে
তেমনি গন্ধ ঢালা॥
আজি তন্দ্রাবিহীন রাতে ঝিল্লিঝঙ্কার স্পন্দিত পবনে
তব অঞ্চলের কম্পন সঞ্চার।
আজি পরজে বাজে বাঁশি
যেন হৃদয়ে বহুদূরে আবেশবিহ্বল সুরে।
বিকচ মল্লিমাল্যে তোমারে স্মরিয়া রেখেছি ভরিয়া ডালা॥
MS. NO 021: [নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: পাণ্ডুলিপিতে
গানটির নিচে তারিখ উল্লেখ আছে, '১২/৩/৩৯'। এই বিচারে গানটির রচনা কাল
পাওয়া যায়, ১২ মার্চ ১৩৩৯ (২৮ ফাল্গুন ১৩৪৫ বঙ্গাব্দ।)। এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৭৭ বৎসর ১১ মাস।
রাগ: পরজ, সোহিনী। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৬।]
বিশেষ নির্দেশ: স্বরবিতান ত্রিষষ্টিতম (৬৩) খণ্ডের (মাঘ ১৪১২ বঙ্গাব্দ) ২২ পৃষ্ঠায় মুদ্রিত স্বরলিপির পাদদেশে উল্লেখ আছে – এই গানে ব্যবহৃত 'ঋ' এবং 'দ' এই দুটি স্বর সামান্য চড়া। গানটির গায়কী মীড়প্রধান, তারযন্ত্র সহযোগে গেয়।