বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ওরে জাগায়ো না
পাঠ ও পাঠভেদ:
ওরে জাগায়ো না, ও যে বিরাম মাগে নির্মম ভাগ্যের পায়ে।
ও যে সব চাওয়া দিতে চাহে অতলে জলাঞ্জলি॥
দুরাশার দুঃসহ ভার দিক নামায়ে,
যাক ভুলে অকিঞ্চন জীবনের বঞ্চনা॥
আসুক নিবিড় নিদ্রা,
তামসী তুলিকায় অতীতের বিদ্রূপবাণী দিক মুছায়ে
স্মরণের পত্র হতে।
স্তব্ধ হোক বেদনগুঞ্জন
সুপ্ত বিহঙ্গের নীড়ের মত―
আনো তমস্বিনী,
শ্রান্ত দুঃখের মৌনতিমিরে শান্তির দান॥
MS. NO 021: [নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: পাণ্ডুলিপিতে
গানটির রচনাকাল পাওয়া যায়- ১৩/৩/৩৯। এই বিচারে গানটির রচনকাল দাঁড়ায় ১৩ মার্চ
১৯৩৯ খ্রিষ্টাব্দ (২৯ ফাল্গুন ১৩৪৫ বঙ্গাব্দ)।
এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৭৭ বৎসর ১১ মাস বয়সের রচনা।