বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
দিনান্তবেলায় শেষের ফসল
পাঠ ও পাঠভেদ:
দিনান্তবেলায় শেষের ফসল নিলেম তরী-'পরে,
এ পারে কৃষি হল সারা,
যাব ও পারের ঘাটে॥
হংসবলাকা উড়ে যায়
দূরের তীরে, তারার আলোয়,
তারি ডানার ধ্বনি বাজে মোর অন্তরে॥
ভাঁটার নদী ধায় সাগর-পানে কলতানে,
ভাবনা মোর ভেসে যায় তারি টানে।
যা-কিছু নিয়ে চলি শেষ সঞ্চয়
সুখ নয় সে, দুঃখ সে নয়, নয় সে কামনা―
শুনি শুধু মাঝির গান আর দাঁড়ের ধ্বনি তাহার স্বরে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি MS. NO 021: ৩০ পৃষ্ঠায় এই গানটি পাওয়া যায়। [পাণ্ডুলিপি]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩৪৫
বঙ্গাব্দের ৩০ ফাল্গুন (১৪ মার্চ ১৯৩৯ খ্রিষ্টাব্দ) এই
গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৭৭ বৎসর ১০ মাস বয়সের রচনা।
[সূত্র :
গীতবিতান কালানুক্রমিক সূচী।
প্রভাতকুমার মুখোপাধ্যায়]
বিশেষ নির্দেশ: স্বরবিতান ঊনষষ্টিতম খণ্ডের (পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৪১৩) ৭৪ পৃষ্ঠায় মুদ্রিত স্বরলিপির শিরোদেশে উল্লেখ আছে – গানটি তারযন্ত্র সহযোগে মধ্যলয়ে গেয়'। এবং এই বিশেষ গানটিতে অনুকোমল ঋষভের (ঋ২) ব্যবহার সম্বন্ধে বিশেষ সতর্কতা অবলম্বন প্রয়োজন।