বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
দোষী করিব না, করিব না তোমারে
পাঠ
ও পাঠভেদ:
দোষী করিব না, করিব না তোমারে
আমি নিজের নিজে করি ছলনা।
মনে মনে ভাবি ভালোবাসো,
মনে মনে বুঝি তুমি হাসো,
জান এ আমার খেলা-
এ আমার মোহের রচনা॥
সন্ধ্যামেঘের রাগে অকারণে ছবি জাগে,
সেইমতো মায়ার আভাসে মনের আকাশে
হাওয়ায় হাওয়ায় ভাসে
শূন্যে শূন্যে ছিন্নলিপি মোর
বিরহমিলনকল্পনা॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি MS. NO 021: ৩১ পৃষ্ঠায় এই গানটি পাওয়া যায়। [পাণ্ডুলিপি]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের প্রেম(প্রেম বৈচিত্র্য-২০৭) পর্যায়ের ২৩৭ সংখ্যক গান।
স্বরবিতান ত্রিষষ্টিতম (৬৩) খণ্ডের সপ্তম গান। পৃষ্ঠা : ২০-২২।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর [স্বরবিতান পঞ্চম খণ্ডের (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ)]।
সুর ও তাল:
রাগ: সাহানা। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬০