বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এ পারে মুখর হল কেকা ওই
পাঠ ও পাঠভেদ:
এ পারে মুখর হল কেকা ওই, ও পারে নীরব কেন কুহু হায়।
এক কহে, 'আর-একটি একা কই, শুভযোগে কবে হব দুঁহু হায়।'
অধীর সমীর পুরবৈয়াঁ নিবিড় বিরহব্যথা বইয়া
নিশ্বাস ফেলে মুহু মুহ হায়॥
আষাঢ় সজলঘন আঁধারে ভাবে বসি দুরাশার ধেয়ানে―
'আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাল্গুনেরে মোর পাশে কে আনে,'
ঋতুর দু ধারে থাকে দুজনে, মেলে না যে কাকলি ও কূজনে,
আকাশের প্রাণ করে হূহু হায়॥
পাণ্ডুলিপির পাঠ:
BMSF. NO 021। [নমুনা]
পাঠভেদ: পাণ্ডুলিপিতে গানটির শিরোনাম হিসেবে 'কুহু ও কেকা' পাওয়া যায়।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: পাণ্ডুলিপিতে
গানটির শেষে লেখা আছে '১ আষাঢ়'। প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর 'গীতবিতান
কালানুক্রমিক সূচী' গ্রন্থে এই গানটির রচনাকাল উল্লেখ করা হয়েছে ১৭ বৈশাখ ১৩৩৩
(৩০ এপ্রিল ১৯২৬) [শান্তিনিকেতন]।
এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৬৪ বৎসর বয়সের রচনা।
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৯ বঙ্গাব্দ)।
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৪৮ বঙ্গাব্দ)।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রেম (প্রেম বৈচিত্র্য-২২৩) পর্যায়ের ২৫০ সংখ্যক গান।
রাগ: কাফি, পিলু। তাল: কাহারবা (২+২)।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৭।]
[কাফি সুরে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]