বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত মলিন
পাঠ ও পাঠভেদ:
ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত মলিন যেই স্মৃতি
মুছে-আসা সেই ছবিটিতে রঙ এঁকে দেয় মোর গীতি॥
বসন্তের ফুলের পরাগে যেই রঙ জাগে,
ঘুম-ভাঙা পিককাকলিতে যেই রঙ লাগে,
যেই রঙ পিয়ালছায়ায় ঢালে শুক্লসপ্তমীর তিথি॥
সেই ছবি দোলা খায় রক্তের হিল্লোলে,
সেই ছবি মিশে যায় নির্ঝরকল্লোলে,
দক্ষিণসমীরণে ভাসে, পূর্ণিমাজ্যোৎস্নায় হাসে―
সে আমার স্বপ্নের অতিথি॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩৪৬
বঙ্গাব্দের
ভাদ্র্র
মাসে
এই
গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৭৮ বৎসর ৪ মাস বয়সের রচনা।
[সূত্র:
গীতবিতান কালানুক্রমিক সূচী।
প্রভাতকুমার মুখোপাধ্যায়]
পত্রিকা:
বিশ্বভারতী পত্রিকা। (বৈশাখ-আষাঢ় ১৩৮০ বঙ্গাব্দ)[সূত্র: স্বরবিতান ত্রিপঞ্চাশত্তম (৫৩) খণ্ডের (জ্যৈষ্ঠ ১৪১৩ বঙ্গাব্দ)]