বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা:
		শিরোনাম: 
নাই যদি বা এলে তুমি
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
	প্রেম : ২৬৫
নাই যদি বা এলে তুমি  এড়িয়ে যাবে তাই 
ব'লে?
অন্তরেতে নাই কি তুমি সামনে আমার নাই ব'লে॥
    মন যে আছে তোমায় মিশে,    
আমায় তবে ছাড়বে কিসে―
    প্রেম কি 
আমার হারায় দিশে  অভিমানে যাই ব'লে॥
বিরহ মোর হোক-না অকূল, সেই 
বিরহের সরোবরে
মিলনকমল উঠেছে দুলে অশ্রুজলের 
ঢেউয়ের 'পরে।
    তবু তৃষায় 
মরে আঁখি, তোমার লাগি চেয়ে থাকি―
    চোখের 'পরে 
পাব না কি বুকের 'পরে পাই ব'লে॥
      
	- 
	
	পাণ্ডুলিপির 
	পাঠ:
	পাওয়া যায়নি। 
- 
	
	পাঠভেদ:  
- 
	
	তথ্যানুসন্ধান 
- 
	
	ক. রচনাকাল ও স্থান: ১৩২৯ 
	বঙ্গাব্দের 
	১৯ ফাল্গুন কাশীতে 
	
	এই 
	গানটি রচিত হয়। এই বিচারে 
	গানটি রবীন্দ্রনাথের 
	৬১ বৎসর ১০ মাস বয়সের রচনা। 
	
	[সূত্র :
	
	গীতবিতান কালানুক্রমিক সূচী। 
	প্রভাতকুমার মুখোপাধ্যায়।]
 
 
- খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		- গ্রন্থ
			- 
	
		
	
		ঋতু-উৎসব [বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ। সুন্দর। গান ৭। পৃষ্ঠা:  
			১৩২-১৩৩] [নমুনা 
			প্রথমাংশ,
			শেষাংশ]
- 
			গীতবিতান
			
			-এর 
প্রেম  
(প্রেম 
বৈচিত্র্য-২৩৮) 
			
			পর্যায়ের  
			
			২৬৫
			সংখ্যক গান। 
      		
- 
			
			স্বরবিতান
			ত্রিংশ 
(৩০, গীতমালিকা প্রথম খণ্ড)
			খণ্ডের
			(চৈত্র ১৪১৪ 
			বঙ্গাব্দ)
			১৪
			সংখ্যক 
			গান। 
			পৃষ্ঠা : 
			৪৮-৫০।
- প্রবাসী (শ্রাবণ 
১৩৩১ বঙ্গাব্দ)।
- সুন্দর 
			(১৩৩২ বঙ্গাব্দ)।
 
- 
		পত্রিকা
		
		
			- 
			শান্তিনিকেতন পত্রিকা 
			(পৌষ ১৩৩১ বঙ্গাব্দ)।
 
 
- গ.
	
	সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- 
		স্বরলিপিকার:  
		অনাদিকুমার দস্তিদার।
		
- সুর ও তাল:
		
		
			- 
			
			স্বরবিতান
			ত্রিংশ 
(৩০, গীতমালিকা প্রথম খণ্ড)
			খণ্ডের
			(চৈত্র ১৪১৪ 
			বঙ্গাব্দ)
			
			গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের 
			উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি 
			৩।৩ 
মাত্রা ছন্দে
			
			দাদরা তালে নিবদ্ধ।
 [দাদরা 
			তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : মিশ্র  ছায়ানট।  [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৮]
- রাগ: ছায়ানট। 
			তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
	প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৬২]
- রাগ: ছায়ানট। তাল: দাদরা  
			[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
			পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৮]
			  
- 
			গ্রহস্বর: রা।
- 
			লয়: মধ্য।