বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
অশান্তি আজ হানল একি দহনজ্বালা
পাঠ ও পাঠভেদ:
অশান্তি আজ হানল একি দহনজ্বালা।
বিঁধল হৃদয় নিদয় বাণে বেদনঢালা॥
বক্ষে জ্বালায় অগ্নিশিখা, চক্ষে কাঁপায় মরীচিকা―
মরণসুতোয় গাঁথল কে মোর বরণমালা॥
চেনা ভুবন হারিয়ে গেল স্বপনছায়াতে
ফাগুনদিনের পলাশরঙের রঙিন মায়াতে।
যাত্রা আমার নিরুদ্দেশা, পথ-হারানোর লাগল নেশা―
অচিন দেশে এবার আমার যাবার পালা॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ: এই গানটির পূর্বরচিত রূপ হল 'বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা'।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩৪২
বঙ্গাব্দের ১৫ মাঘ
শান্তিনিকেতনে
এই
গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৭৪ বৎসর নয় মাস বয়সের রচনা।
[গীতবিতান কালানুক্রমিক সূচী।
প্রভাতকুমার মুখোপাধ্যায়]