বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
দিন পরে যায় দিন
পাঠ ও পাঠভেদ:
দিন পরে যায় দিন, বসি পথপাশে
গান পরে গাই গান বসন্তবাতাসে॥
ফুরাতে চায় না বেলা, তাই সুর গেঁথে খেলা―
রাগিণীর মরীচিকা স্বপ্নের আভাসে॥
দিন পরে যায় দিন. নাই তব দেখা।
গান পরে গাই গান, রই বসে একা।
সুর থেমে যায় পাছে তাই নাহি আস কাছে―
ভালোবাসা ব্যথা দেয় যারে ভালোবাসে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩৩২
বঙ্গাব্দের ২৭ চৈত্র শান্তিনিকেতনে
গানটি
রচিত হয়।
এই বিচারে গানটি রবীন্দ্রনাথের
৬৪ বৎসর ১১ মাস বয়সের রচনা।
[সূত্র :
গীতবিতান কালানুক্রমিক সূচী।
প্রভাতকুমার মুখোপাধ্যায়]