বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা:
		শিরোনাম: 
কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
	প্রেম : ২৭৮
কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে।
গন্ধ ছড়ালো ঘুমের প্রান্তপারে॥
    একা এসেছিল ভুলে    
অন্ধরাতের কূলে
        
অরুণ-আলোর বন্দনা করিবারে।
    ক্ষীণ দেহে মরি মরি    
সে যে নিয়েছিল বরি
    অসীম সাহসে নিষ্ফল সাধনারে॥
কী যে তার রূপ দেখা হল না তো চোখে,
জানি না কী নামে স্মরণ করিব ওকে।
    আঁধারে যাহারা চলে    
সেই তারাদের দলে
        
এসে ফিরে গেল বিরহের ধারে ধারে।
করুণ মাধুরীখানি    কহিতে জানে 
না বাণী
কেন এসেছিল রাতের বন্ধ দ্বারে॥
      
	- 
	
	পাণ্ডুলিপির 
	পাঠ:
	পাওয়া যায়নি। 
- 
	
	পাঠভেদ: 
কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে
 একা এসেছিল ভুলে, অন্ধরাতের কূলে         
	:   স্বরলিপি, গীতিমালিকা-১ (১৩৪৫)
 গোধূলী আলোকে একা এসেছিল ভুলে
 পথহারা ফুল অন্ধরাতের কূলে         :    
	গীতবিতান (শ্রাবণ ১৩৩৯ ও ভাদ্র ১৩৪৬)
 
- 
	
	তথ্যানুসন্ধান 
- খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		- গ্রন্থ
			- 
			গীতবিতান
			
			-এর 
প্রেম  
(প্রেম 
বৈচিত্র্য-২৫১) 
			
			পর্যায়ের  
			
			২৭৮
			সংখ্যক গান। 
      		
- 
			
			স্বরবিতান
			ত্রিংশ 
(৩০, গীতমালিকা প্রথম খণ্ড)
			খণ্ডের
			(চৈত্র ১৪১৪ 
			বঙ্গাব্দ)
			৪৫
			সংখ্যক 
			গান। 
			পৃষ্ঠা : 
			১৪১-১৪৪।
- প্রবাসী, 
			বৈকালী 
অংশে (শ্রাবণ 
১৩৩২ বঙ্গাব্দ)।
- বৈকালী 
			(১৩৩৩ বঙ্গাব্দ)।
- গীতোৎসব (১৩৩৮ বঙ্গাব্দ)।
 
 
		- 
		পত্রিকা
		
		
			- 
			শান্তিনিকেতন পত্রিকা 
			(বৈশাখ
			১৩৩২ বঙ্গাব্দ)। অনাদিকুমার দস্তিদার-কৃত 
			স্বরলিপিসহ মুদ্রিত।
 
   
- গ.
	
	সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- 
		স্বরলিপি ও স্বরলিপিকার:  
		
		স্বরবিতান
		ত্রিংশ 
(৩০, গীতমালিকা প্রথম খণ্ড)
			খণ্ডের
			(চৈত্র ১৪১৪ 
		বঙ্গাব্দ) 
		সুরভেদ ও পাঠভেদ অংশে স্বরবিতানটির ১৩৪৫ বঙ্গাব্দের 
		দিনেন্দ্রনাথ ঠাকুর- 
		কৃত স্বরলিপিটির সুরভেদ দেখানো হয়েছে।
		গানটির মূল স্বরলিপিকার সম্পর্কে কোন 
		তথ্য পাওয়া যায়নি।
- সুর ও তাল:
		
		
			- 
			
			স্বরবিতান
			ত্রিংশ 
(৩০, গীতমালিকা প্রথম খণ্ড)
			খণ্ডের
			(চৈত্র ১৪১৪ 
			বঙ্গাব্দ) 
			সুরভেদ ও পাঠভেদ অংশে স্বরবিতানটির ১৩৪৫ বঙ্গাব্দের 
			দিনেন্দ্রনাথ 
			ঠাকুর- কৃত স্বরলিপিটির সুরভেদ দেখানো হয়েছে। 
- 
			
			স্বরবিতান
			ত্রিংশ 
(৩০, গীতমালিকা প্রথম খণ্ড)
			খণ্ডের
			(চৈত্র ১৪১৪ 
			বঙ্গাব্দ)
			
			গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের 
			
			উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি 
			৩।৩ 
মাত্রা ছন্দে
			
			দাদরা তালে নিবদ্ধ।
 [দাদরা 
			তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : পিলু। [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। 
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭২]
- রাগ: পিলু-বারোয়াঁ। 
			তাল: 
			
			দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
				প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৫]
- রাগ: পিলু। তাল: দাদরা।  
			[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
			পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮১।] 
			
- 
			গ্রহস্বর: সা।
- 
			লয়: মধ্য।