বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহে
পাঠ ও পাঠভেদ:
বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে॥
একেলা রই অলসমন, নীরব এই ভবনকোণ,
ভাঙিলে দ্বার কোন্ সে ক্ষণ অপরাজিত ওহে॥
কানন-'পর ছায়া বুলায়, ঘনায় ঘনঘটা।
গঙ্গা যেন হেসে দুলায় ধূর্জটির জটা।
যেথা যে রয় ছাড়িল পথ, ছুটালে ওই বিজয়রথ
আঁখি তোমার তড়িতবৎ ঘনঘুমের মোহে॥
পাণ্ডুলিপি: রবীন্দ্র পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতান-এর প্রেম (উপ-বিভাগ : প্রেম বৈচিত্র্য-১) পর্যায়ের ২৮ সংখ্যক গান।
বৈকালী (অগ্রহায়ণ ১৩৩৩)
গীতোৎসব (১৩৩৮)
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডের (ভাদ্র ১৪১৪) ৪৪ সংখ্যক গান। পৃষ্ঠা ১১৪-১১৫।
পত্রিকা:
প্রবাসী (শ্রাবণ ১৩৩৩ বঙ্গাব্দ)
রাগ : কাফি। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]
গ্রহস্বর : পা
লয় : মধ্য।