বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা:
		শিরোনাম: 
কবে তুমি আসবে ব'লে রইব না বসে
পাঠ ও পাঠভেদ:
কবে তুমি আসবে ব'লে রইব না বসে, আমি চলব বাহিরে।
শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, আর সময় নাহি রে॥
বাতাস দিল দোল্, দিল দোল্;
ও তুই ঘাটের বাঁধন খোল্, ও তুই খোল্
মাঝ-নদীতে ভাসিয়ে দিয়ে তরী বাহি রে॥
আজ শুক্লা একাদশী, হেরো নিদ্রাহারা শশী
ওই স্বপ্নপারাবারের খেয়া একলা চালায় বসি।
        
তোর  পথ জানা নাই, নাইবা জানা নাই―
 
        ও 
তোর  নাই মানা নাই, মনের মানা নাই―
 
   সবার সাথে চলবি রাতে সামনে চাহি 
রে॥ 
	পাণ্ডুলিপির 
	পাঠ:
	[পাণ্ডুলিপি: 
MS. NO 111: 
		পৃষ্ঠা: ৯৭] 
	পাঠভেদ: 
	 
তথ্যানুসন্ধান 
	ক. রচনাকাল ও স্থান: 
	
	১৩১৮ 
	
	বঙ্গাব্দের 
	১ আষাঢ় হতে ১৫ আষাঢ়ের মধ্যে শিলাইদহে গানটি রচিত হয় বলে অনুমিত। এই বিচারে 
	গানটি রবীন্দ্রনাথের 
	৫০ বৎসর ২ মাস বয়সের রচনা।
	 
	[সূত্র : 
	
	
	গীতবিতান কালানুক্রমিক সূচী। 
	প্রভাতকুমার মুখোপাধ্যায়] 
			রাগ: 
			ইমনকল্যাণ। 
			তাল: 
			দাদরা 
		[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ 
		রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৭৯।
	
	
 
		
			
			*[ 'অচলায়তন'  নাটকে ১৩১৮ বঙ্গাব্দে অন্তর্ভূক্ত হয়ে পরে বর্জিত 
			হয়।]
			**[১৩১৮ আশ্বিনে 'প্রবাসী'তে মুদ্রনের জন্য অচলায়তনের যে পাণ্ডুলিপি 
			প্রেরিত হয় তাতে বর্জন ছিল। সেজন্য মুদ্রিত হয়নি। (পূণ্যস্মৃতি ১৩৭১ 
			বঙ্গাব্দ, পৃষ্ঠা ৩২) 
			[সূত্র : 
			
			
			
			গীতবিতান কালানুক্রমিক সূচী। 
	প্রভাতকুমার মুখোপাধ্যায়]
		
 
		
        
		[
		দিনেন্দ্রনাথ ঠাকুর 
		
		-কৃত 
		রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
                     
		[স্বরলিপি]
			
        
			[স্বরলিপি]