বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা:
		শিরোনাম: 
জাগরণে যায় বিভাবরী
পাঠ ও পাঠভেদ:
জাগরণে যায় বিভাবরী—
আঁখি হতে ঘুম নিল হরি মরি মরি॥
যার লাগি ফিরি একা একা—আঁখি পিপাসিত, নাহি দেখা,
তারি বাঁশি ওগো তারি বাঁশি তারি বাঁশি বাজে হিয়া ভরি মরি মরি॥
বাণী নাহি, তবু কানে কানে কী যে শুনি তাহা কেবা জানে।
এই হিয়াভরা বেদনাতে, বারি-ছলোছলো আঁখিপাতে,
ছায়া দোলে তারি ছায়া দোলে ছায়া দোলে দিবানিশি ধরি মরি মরি॥
পাণ্ডুলিপির পাঠ: [পাণ্ডুলিপি: MS. NO 111: পৃষ্ঠা: ১২১]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
	ক. রচনাকাল ও স্থান: 
	
	১৩২৫ 
	বঙ্গাব্দের 
	আশ্বিনে এই গানটি রচিত হয়। এই বিচারে 
	গানটি রবীন্দ্রনাথের 
	৫৭ বৎসর ৫ মাস বয়সের রচনা।
	
	[সূত্র : 
	
	
	গীতবিতান কালানুক্রমিক সূচী। 
	প্রভাতকুমার মুখোপাধ্যায়]