বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা:
		শিরোনাম: 
ও দেখা দিয়ে যে চলে গেল
পাঠ ও পাঠভেদ:
ও দেখা দিয়ে যে চলে গেল ও চুপিচুপি কী বলে গেল।
যেতে যেতে গো, কাননেতে গো ও কত যে ফুল দ'লে গেল॥
মনে মনে কী ভাবে কে জানে, মেতে আছে ও যেন কী গানে,
নয়ন হানে আকাশ-পানে—চাঁদের হিয়া গ'লে গেল॥
ও পায়ে পায়ে যে বাজায়ে চলে বীণার ধ্বনি তৃণের দলে।
কে জানে কারে ভালো কি বাসে, বুঝিতে নারি কাঁদে কি হাসে,
জানি নে ও কি ফিরিয়া আসে— জানি নে ও কি ছ'লে গেল॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 111 [নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
	ক. রচনাকাল ও স্থান: 
	
	 এ গানটির রচনাবিষয়ক 
	তথ্য পাওয়া যায় রবীজীবনীতে [সপ্তম খণ্ড, 
	প্রশান্তকুমার পাল,আনন্দ পাবলিশার্স, আষাঢ় ১৪১৪ বঙ্গাব্দ,পৃষ্ঠা- 
	২৮০-২৮১)]। সেখানে কালিদাস নাগের ডায়েরীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে (১৩২৪।1917-18), 
	" 6 Sep 
	কালিদাস নাগ 
	লিখেছেন : 'সুকুমারের সঙ্গে জোড়াসাঁকো 
	আসা গেল— 
	রাত ৯ টা পর্যন্ত কোরসের তালিম চলল'। একটি 
	গান রচনার তারিখের সন্ধানও তিনি দিয়েছেন 7 Sep [শুক্র 
	২২ ভাদ্র]-এর লেখায় : "ভোরে স্নান সেরে কবির কাছে এলুম। তখুনি 'ও দেখা দিয়ে চলে 
	গেল' গানটি লিখে নেমে এলেন, আমাদের সুরটি শেখালেন। তরপর ১০টা পর্যন্ত তালিম 
	চলল, তারপর 'বৈকুণ্ঠের খাতা'র নতুন সংস্করণের পাঠ— 
	চমৎকার!" 
	এই বিচারে 
	গানটি রবীন্দ্রনাথের 
	৫৬ বৎসর ৪ মাস বয়সের 
	রচনা।
 
অঙ্গ: কীর্তন। তাল: ৫+৫ ছন্দ (অর্ধঝাঁপ)। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৩]