বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
হে বিরহী, হায় চঞ্চল হিয়া
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম : ৩১০
হে বিরহী, হায় চঞ্চল হিয়া তব,
নীরবে জাগ একাকী
শূন্যমন্দিরে দীর্ঘ বিভাবরী―
কোন্ সে নিরুদ্দেশ-লাগি আছ জাগিয়া॥
স্বপনরূপিণী অলোকসুন্দরী অলক্ষ্য
অলকাপুরী-নিবাসিনী,
তাহার মুরতি রচিলে বেদনায়
হৃদয়মাঝারে॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
এটি একটি ভাঙা গান।
মূল গান : বেহাগ। ত্রিতাল
ক্যায়সে
কাটোঙ্গি রয়না সো পিয়া বিনা
অকেলি জাগি সজনি আজু
মোর
নয়নমেঁ নিদ ন আওয়ে ছোড়ি সৈঁয়া।
একে বসন্ত সুমন্দ পবন চলি
দুজে ফাগুন তিজে
যায়েরি কুহরে কোয়েলিয়া
বোলনে লাগি সব
দ্রুম ন
মোরি রে।
[সূত্র :
রবীন্দ্রসংগীতের ক্রমবিকাশ ও বিবর্তন। ডঃ দেবজ্যোতি দত্ত মজুমদার।
সাহিত্যলোক, পৌষ ১৩৯৪। ডিসেম্বর ১৯৮৭]
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
২৮ কার্তিক ১৩৪০
বঙ্গাব্দে শান্তিনিকেতনে
এই
গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৭২ বৎসর ৬ মাস বয়সের রচনা।
[সূত্র :
শাপমোচন সংযোজন,রবীন্দ্র রচনাবলি,দ্বাবিংশ খন্ড,আষাঢ় ১৩৯৩ বঙ্গাব্দ,পৃষ্ঠা ১০৫]
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
গীতবিতান
-এর
প্রেম
(প্রেম
বৈচিত্র্য-২৮৩)
পর্যায়ের
৩১০
সংখ্যক গান।
-
স্বরবিতান ঊনবিংশ
(১৯, শ্যামা)
খণ্ডের
(শ্রাবণ ১৪১৬
বঙ্গাব্দ)
বাণী অংশ : ৯ পৃষ্ঠা। স্বরলিপি অংশ : ৩৬।
-
শ্যামা
-
দ্বিতীয়
দৃশ্য, সখীদের গান।
-
রবীন্দ্ররচনাবলী, পঞ্চবিংশ খণ্ড, আষাঢ় ১৩৯৩ বঙ্গাব্দ, পৃষ্ঠা ১৮৯।
-
পত্রিকা
-
প্রবাসী
(জ্যৈষ্ঠ
১৩৪২ বঙ্গাব্দ)।
- রেকর্ডসূত্র:
- প্রকাশের
কালানুক্রম:
- গ.
সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
-
স্বরলিপি:
[স্বরলিপি]।
-
স্বরলিপিকার: শৈলজারঞ্জন
মজুমদার।
[শৈলজারঞ্জন
মজুমদার
-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- সুর ও তাল:
-
স্বরবিতান ঊনবিংশ
(১৯, শ্যামা)
খণ্ডের
(শ্রাবণ ১৪১৬
বঙ্গাব্দ)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের
উল্লেখ নেই। উক্ত
স্বরলিপিটি
৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
[কাহারবা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : বেহাগ [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৩]
-
রাগ:
বেহাগ।
তাল :
কাহারবা। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা: ৮৫।
[বেহাগ সুরে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
রাগ:
বেহাগ।
তাল :
কাহারবা। [রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা: ১৪৭।
-
বিষয়াঙ্গ:
-
সুরাঙ্গ:
-
গ্রহস্বর: পা।
-
লয়: মধ্য।