বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা:
		শিরোনাম: 
বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে
পাঠ ও পাঠভেদ:
বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে কবে,
আভরণে আজি আবরণ কেন তবে॥
ভালোবাসা যদি মেশে আধা-আধি মোহে
আলোতে আঁধারে দোঁহারে হারাব দোঁহে।
ধেয়ে আসে হিয়া তোমার সহজ রবে,
আভরণ দিয়া আবরণ কেন তবে॥
ভাবের রসেতে যাহার নয়ন ডোবা
ভূষণে তাহারে দেখাও কিসের শোভা।
কাছে এসে তবু কেন রয়ে গেলে দূরে―
বাহির-বাঁধনে বাঁধিবে কি বন্ধুরে,
নিজের ধনে কি নিজে চুরি করে লবে।
আভরণে আজি আবরণ কেন তবে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
	পাঠভেদ: 
বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে কবে
	                   
	বিনা সাজে সাজি              :    
	কথার অংশ, 
			গীতমালিকা ২ 
			(পৌষ ১৩৩৬)
	                                                            
	গীতবিতান ৩ 
			(শ্রাবণ ১৩৩৯)
                   বিনা 
	সাজে তুমি               :     
	স্বরলিপি,
	
			গীতমালিকা ২ 
			(পৌষ ১৩৩৬)
তথ্যানুসন্ধান
	ক. রচনাকাল ও স্থান: 
	১৩৩২ 
	
	 
	বঙ্গাব্দের ১৯ চৈত্রে শান্তিনিকেতনে এই 
	গানটি রচিত হয়। এই বিচারে 
	গানটি রবীন্দ্রনাথের 
	৬৪ বৎসর ৯ মাস বয়সের রচনা। 
	 
	[সূত্র : 
	
	
	গীতবিতান কালানুক্রমিক সূচী। 
	প্রভাতকুমার মুখোপাধ্যায়]