বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা:
		শিরোনাম: 
তোমার বৈশাখে ছিল প্রখর
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
	প্রেম : ৩২৯
তোমার    বৈশাখে ছিল প্রখর 
রৌদ্রের জ্বালা,
            
কখন বাদল আনে আষাঢ়ের পালা, হায় হায় হায়।
            
কঠিন পাষাণে কেমনে গোপনে ছিল,
            
সহসা ঝরনা নামিল অশ্রুঢালা,  হায় হায় হায়।
            
মৃগয়া করিতে বাহির হল যে বনে
            
মৃগী হয়ে শেষে এল কি অবলা বালা,  হায় হায় হায়।
            
যে ছিল আপন শক্তির অভিমানে
            
কার পায়ে আনে হার মানিবার ডালা,  হায় হায় হায়॥
      
	- 
	
	পাণ্ডুলিপির 
	পাঠ:
	পাওয়া যায়নি। 
- 
	
	পাঠভেদ:  
- 
	
	তথ্যানুসন্ধান 
- 
	
	ক. রচনাকাল ও স্থান: 
	
	১৩৪২ 
	বঙ্গাব্দের মাঘ থেকে ফাল্গুনের মধ্যকার সময়ে 
	শান্তিনিকেতনে 
	এই 
	গানটি রচিত হয়। এই বিচারে 
	গানটি রবীন্দ্রনাথের 
	৭৪ বৎসর বয়সের রচনা। 
	
	[গীতবিতান কালানুক্রমিক সূচী। 
	প্রভাতকুমার মুখোপাধ্যায়]
 
 
- খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		- গ্রন্থ
			- 
			গীতবিতান
			
			-এর 
প্রেম  
(প্রেম 
বৈচিত্র্য-৩০২) 
			
			পর্যায়ের  
			
			৩২৯
			সংখ্যক গান। 
      		
- 
			
			স্বরবিতান সপ্তদশ 
			(১৭, চিত্রাঙ্গদা)
			খণ্ডের
			(চৈত্র ১৪১৪ 
			বঙ্গাব্দ)
			
			বাণী অংশ : ১৯-২০ পৃষ্ঠা। স্বরলিপি অংশ : ৬৭-৬৯।
- 
			চিত্রাঙ্গদা, 
			 সখীগণের 
			গান (রবীন্দ্র রচনাবলী,পঞ্চবিংশ খণ্ড, বিশ্বভারতী,মাঘ ১৩৯৫,পৃষ্ঠা 
			১৩৭-১৩৮)।
 
   
- গ.
	
	সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- 
		স্বরলিপিকার:  
		দিনেন্দ্রনাথ ঠাকুর।
		
 [
		দিনেন্দ্রনাথ ঠাকুর 
		
		-কৃত 
		রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
 [স্বরলিপি]
- সুর ও তাল:
		
		
			- 
			
			স্বরবিতান সপ্তদশ 
			(১৭, চিত্রাঙ্গদা)
			খণ্ডের
			(চৈত্র ১৪১৪ 
			বঙ্গাব্দ)
			
			গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের 
			
			কোন উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি 
			৩।৪ 
মাত্রা ছন্দে
			সপ্তমাত্রিক
			
			তালে নিবদ্ধ।
 [সপ্তমাত্রিক
			
			তালে নিবদ্ধ 
			রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : কীর্তনাঙ্গ। [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। 
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭০]
- অঙ্গ: কীর্তন। 
			তাল:  
			
			রূপক। 
			
			
			[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] 
			পৃষ্ঠা: ৫৭।
- 
			অঙ্গ: কীর্তন। 
	তাল: তেওরা। 
	[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], 
	পৃষ্ঠা: ৯৯। 
- 
			গ্রহস্বর: মগা।
- 
			লয়: মধ্য।