বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
নারীর ললিত লোভন লীলায়
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম : ৩৩৩
নারীর ললিত লোভন লীলায় এখনি
কেন এ ক্লান্তি।
এখনি কি, সখা, খেলা হল
অবসান॥
যে
মধুর রসে ছিলে বিহ্বল সে কি মধুমাখা ভ্রান্তি―
সে কি স্বপ্নের দান। সে কি
সত্যের অপমান।
দূর দুরাশায় হৃদয় ভরিছ, কঠিন প্রেমের প্রতিমা গড়িছ―
কী মনে ভাবিয়া নারীতে করিছ পৌরুষসন্ধান॥
এও
কি মায়ার দান॥
সহসা মন্ত্রবলে
নমনীয় এই কমনীয়তারে যদি
আমাদের সখী একেবারে
পরের বসন-সমান ছিন্ন করি ফেলে ধূলিতলে
সবে না সবে না সে নৈরাশ্য― ভাগ্যের সেই অট্টহাস্য
জানি জানি, সখা, ক্ষুব্ধ করিবে লুব্ধ
পুরুষপ্রাণ― হানিবে নিঠুর বাণ॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
১৩৪২
বঙ্গাব্দের মাঘ থেকে ফাল্গুনের মধ্যকার সময়ে
শান্তিনিকেতনে
এই
গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৭৪ বৎসর বয়সের রচনা।
[গীতবিতান কালানুক্রমিক সূচী।
প্রভাতকুমার মুখোপাধ্যায়]
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
গীতবিতান
-এর
প্রেম
(প্রেম
বৈচিত্র্য-৩০৬)
পর্যায়ের
৩৩৩
সংখ্যক গান।
-
স্বরবিতান সপ্তদশ
(১৭, চিত্রাঙ্গদা)
খণ্ডের
(চৈত্র ১৪১৪
বঙ্গাব্দ)
বাণী অংশ : ৩৪ পৃষ্ঠা। স্বরলিপি অংশ : ১০১-১০৩।
-
চিত্রাঙ্গদা,
সখীগণের
গান (রবীন্দ্র রচনাবলী,পঞ্চবিংশ খণ্ড, বিশ্বভারতী,মাঘ ১৩৯৫,পৃষ্ঠা
১৫০)।
- গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর।
[
দিনেন্দ্রনাথ ঠাকুর
-কৃত
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
- সুর ও তাল:
-
স্বরবিতান সপ্তদশ
(১৭, চিত্রাঙ্গদা)
খণ্ডের
(চৈত্র ১৪১৪
বঙ্গাব্দ)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের
কোন উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি
৩।৩
মাত্রা ছন্দে
দাদরা তালে নিবদ্ধ।
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : পিলু। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭২]
- রাগ: পিলু।
তাল:
দাদরা।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৬২]
- রাগ: পিলু, ভীমপলশ্রী। তাল:
দাদরা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৮]
-
গ্রহস্বর: সা।
-
লয়: মধ্য।