বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কঠিন বেদনার তাপস দোঁহে
পাঠ ও পাঠভেদ:
কঠিন বেদনার তাপস দোঁহে যাও চিরবিরহের সাধনায়।
ফিরো না, ফিরো না, ভুলো না মোহে।
গভীর বিষাদের শান্তি পাও হৃদয়ে,
জয়ী হও অন্তরবিদ্রোহে॥
যাক পিয়াসা, ঘুচুক দুরাশা, যাক মিলায়ে কামনাকুয়াশা।
স্বপ্ন-আবেশ-বিহীন পথে যাও বাঁধনহারা
তাপবিহীন মধুর স্মৃতি নীরবে ব'হে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩৪৩
বঙ্গাব্দের আশ্বিনে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ 'পরিশোধ' কবিতাটিকে অবলম্বন করে
একটি গীতিনাট্য রচনা করেন,উপরোক্ত
গানটি এর অন্তর্ভূক্ত ছিল। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৭৫ বৎসর ৫ মাস বয়সের রচনা।
[রবীন্দ্ররচনাবলী
পঞ্চবিংশ খণ্ড, বিশ্বভারতী, মাঘ ১৩৯৫ বঙ্গাব্দ, গ্রন্থপরিচয়, পৃষ্ঠা ৪৩০]
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: স্বরলিপি নাই