সব-কিছু কেন নিল না, নিল না, নিল না ভালোবাসা―
ভালো আর মন্দেরে।
আপনাতে কেন মিটালো না যত কিছু দ্বন্দ্বেরে―
ভালো আর মন্দেরে॥
নদী নিয়ে আসে পঙ্কিল জলধারা, সাগরহৃদয়ে গহনে হয় হারা।
ক্ষমার দীপ্তি দেয় স্বর্গের আলো প্রেমের আনন্দেরে―
ভালো আর মন্দেরে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ: স্বরবিতান ৬৫ (পরিশোধ নাট্যগীতি) খণ্ডের পাঠভেদ (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) অংশে এই গানটির প্রবাসীতে প্রকাশিত পাঠ এবং শ্যামা নাটকের বাণী অংশের পাঠভেদ দেখানো হয়েছে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩৪৩ বঙ্গাব্দের আশ্বিনে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ 'পরিশোধ' কবিতাটিকে অবলম্বন করে একটি গীতিনাট্য রচনা করেন,উপরোক্ত গানটি এর অন্তর্ভূক্ত ছিল। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ৭৫ বৎসর ৫ মাস বয়সের রচনা। [রবীন্দ্ররচনাবলী পঞ্চবিংশ খণ্ড, বিশ্বভারতী, মাঘ ১৩৯৫ বঙ্গাব্দ, গ্রন্থপরিচয়, পৃষ্ঠা ৪৩০]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি: