বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
নীরবে থাকিস, সখী
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম : ৩৩৮
নীরবে থাকিস, সখী, ও তুই নীরবে থাকিস।
তোর প্রেমেতে আছে যে কাঁটা
তারে আপন বুকে বিঁধিয়ে রাখিস॥
দয়িতেরে দিয়েছিলি সুধা আজিও তাহার মেটে
নি ক্ষুধা
এখনি তাহে মিশাবি কি বিষ।
যে
জ্বলনে তুই মরিবি মরমে মরমে
কেন তারে বাহিরে ডাকিস॥
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
১৩৪৩
বঙ্গাব্দের আশ্বিনে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ 'পরিশোধ' কবিতাটিকে অবলম্বন করে
একটি গীতিনাট্য রচনা করেন,উপরোক্ত
গানটি এর অন্তর্ভূক্ত ছিল। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৭৫ বৎসর ৫ মাস বয়সের রচনা।
[রবীন্দ্ররচনাবলী
পঞ্চবিংশ খণ্ড, বিশ্বভারতী, মাঘ ১৩৯৫ বঙ্গাব্দ, গ্রন্থপরিচয়, পৃষ্ঠা ৪৩০]
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
গীতবিতান
-এর
প্রেম
(প্রেম
বৈচিত্র্য-৩১১)
পর্যায়ের
৩৩৮
সংখ্যক গান।
-
স্বরবিতান ৬৫ (পরিশোধ নাট্যগীতি) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ)
বাণী অংশ : ১৫।
স্বরলিপি অংশ: ৪৭।
-
স্বরবিতান ঊনবিংশ (১৯, শ্যামা)
খণ্ডের
(শ্রাবণ ১৪১৬
বঙ্গাব্দ)
বাণী অংশ : ২২।
স্বরলিপি অংশ: ৮৪-৮৫।
-
শ্যামা, চতুর্থ
দৃশ্য,
সহচরীর গান।
[রবীন্দ্র
রচনাবলি,পঞ্চবিংশ খন্ড,
মাঘ ১৩৯৫ বঙ্গাব্দ,পৃষ্ঠা
২০৪]
- গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপি ও স্বরলিপিকার: শান্তিদেব
ঘোষ।
[
শান্তিদেব ঘোষ
-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
- সুর ও তাল:
-
স্বরবিতান ৬৫ (পরিশোধ নাট্যগীতি) খণ্ড (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) এবং
স্বরবিতান ঊনবিংশ (১৯, শ্যামা)
খণ্ডের
(শ্রাবণ ১৪১৬
বঙ্গাব্দ)
গৃহীত স্বরলিপিতে
গানটির রাগ-তালের
উল্লেখ নেই। উক্ত
স্বরলিপিটি
৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
রাগ : পিলু। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭২]
-
অঙ্গ: বাউল। তাল:
দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৬৩।
-
অঙ্গ: বাউল। তাল: দাদরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ১১০।
-
গ্রহস্বর: সা।
-
লয়: মধ্য।