বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
জেনো প্রেম চিরঋণী
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম : ৩৪০
জেনো প্রেম চিরঋণী আপনারই হরষে, জেনো প্রিয়ে।
সব পাপ ক্ষমা করি ঋণশোধ করে
সে।
কলঙ্ক যাহা আছে দূর হয় তার কাছে,
কালিমার 'পরে তার অমৃত সে বরষে॥
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
১৩৪৩
বঙ্গাব্দের আশ্বিনে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ 'পরিশোধ' কবিতাটিকে অবলম্বন করে
একটি গীতিনাট্য রচনা করেন,উপরোক্ত
গানটি এর অন্তর্ভূক্ত ছিল। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৭৫ বৎসর ৫ মাস বয়সের রচনা।
[রবীন্দ্ররচনাবলী
পঞ্চবিংশ খণ্ড, বিশ্বভারতী, মাঘ ১৩৯৫ বঙ্গাব্দ, গ্রন্থপরিচয়, পৃষ্ঠা ৪৩০]
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
গীতবিতান
-এর
প্রেম
(প্রেম
বৈচিত্র্য-৩১৩)
পর্যায়ের
৩৪০
সংখ্যক গান।
-
স্বরবিতান ৬৫ (পরিশোধ নাট্যগীতি) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ)
বাণী অংশ : ১২।
স্বরলিপি অংশ: ৩৭-৩৮।
-
স্বরবিতান ঊনবিংশ (১৯, শ্যামা)
খণ্ডের
(শ্রাবণ ১৪১৬
বঙ্গাব্দ)
বাণী অংশ : ১৯। স্বরলিপি অংশ: ৬৯-৭০।
-
পরিশোধ, দ্বিতীয় দৃশ্য, বজ্রসেনের গান। [রবীন্দ্ররচনাবলী পঞ্চবিংশ
খণ্ড, বিশ্বভারতী, মাঘ ১৩৯৫ বঙ্গাব্দ, পৃষ্ঠা ২১২]
-
শ্যামা,
দ্বিতীয়
দৃশ্য, বজ্রসেনের গান।
[রবীন্দ্র
রচনাবলি,পঞ্চবিংশ খন্ড,
মাঘ ১৩৯৫ বঙ্গাব্দ,পৃষ্ঠা
১৯৮]
-
পত্রিকা
-
সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা
পত্রিকা
(মাঘ
১৩৪৩ বঙ্গাব্দ)।
- গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপি ও স্বরলিপিকার: শান্তিদেব
ঘোষ।
[সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা
পত্রিকা
(মাঘ
১৩৪৩ বঙ্গাব্দ)]
[
শান্তিদেব ঘোষ
-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
- সুর ও তাল:
-
স্বরবিতান ৬৫ (পরিশোধ নাট্যগীতি) খণ্ড (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) এবং
স্বরবিতান ঊনবিংশ (১৯, শ্যামা)
খণ্ডের
(শ্রাবণ ১৪১৬
বঙ্গাব্দ)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের
উল্লেখ নেই।উক্ত
স্বরলিপিটি ২।৩ মাত্রা ছন্দে
অর্ধ-ঝাঁপতাল
তালে নিবদ্ধ।
[অর্ধ-ঝাঁপতাল
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
রাগ : পিলু। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭২]
-
রাগ: পিলু বারোয়া। তাল:
ঝাঁপতাল।
[রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)।
পৃষ্ঠা: ৫২]।
-
রাগ: পিলু বারোয়া। তাল: ঝাঁপতাল।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত।
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।
পৃষ্ঠা: ৯৩]
-
গ্রহস্বর: না।
-
লয়: মধ্য।