বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কোন্ অযাচিত আশার আলো
পাঠ ও পাঠভেদ:
কোন্ অযাচিত আশার আলো
দেখা দিল রে তিমিররাত্রি ভেদি দুর্দিনদুর্যোগে―
কাহার মাধুরী বাজাইল করুণ বাঁশি।
অচেনা নির্মম ভুবনে দেখিনু একি সহসা―
কোন্ অজানার সুন্দর মুখে সান্ত্বনাহাসি॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩৪৩
বঙ্গাব্দের আশ্বিনে এই গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৭৫ বৎসর ৫ মাস বয়সের রচনা।
[স্বরবিতান চতুঃষষ্টিতম
(৬৪) খণ্ড (আশ্বিন ১৪১৩ বঙ্গাব্দ)]