বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমি ফুল তুলিতে এলেম বনে
পাঠ ও পাঠভেদ:
আমি ফুল তুলিতে এলেম বনে-
জানি না, আমার কী ছিল মনে।
এ তো ফুল তোলা নয়, বুঝি নে কী মনে হয়,
জল ভরে যায় দু' নয়নে॥
পাণ্ডুলিপির
পাঠ:
MS. NO 111:
[পাণ্ডুলিপি
RBVBMS_101 (iii)]
[নমুনা]
[96 (iv)
নমুনা]
পাঠভেদ:
ভাবসন্ধান: যুক্ত হবে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩৪৫ বঙ্গাব্দ। রবীন্দ্রনাথের ৭৭ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)।
অখণ্ড সংস্করণ,তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।
তাসের দেশ
প্রেম (প্রেম বৈচিত্র্য-৩১৪)পর্যায়ের ৩৪৪ সংখ্যক গান।
তাসের দেশ (ভাদ্র ১৩৪০)। চতুর্থ দৃশ্য, হরতনীর গান। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী ২৩ খণ্ড। পৃষ্ঠা : ১৮০।
স্বরবিতান দ্বাদশ (১২, তাসের দেশ) খণ্ডের গান। বাণী অংশ :। পৃষ্ঠা ৩০। স্বরলিপি অংশ : ৭৬।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ।
সুর ও তাল:
স্বরবিতান-১২'এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৪।৪ ছন্দ ; অর্থাৎ তালটি 'কাহারবা' হিসাবে গণ্য করা যেতে পারে।
রাগ : মিশ্র। এই গানে পিলু, ভৈরবী, মুলতানী এবং পটদীপ রাগগুলির ছায়া আছে। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৬]
রাগ : মূলতান-ভীমপলশ্রী। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩৩]
রাগ: মুলতান-ভীমপলশ্রী। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬১।]
গ্রহস্বর-গা।
লয়-মধ্য।