বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: 
আজ যেমন ক'রে গাইছে আকাশ
পাঠ ও পাঠভেদ:
আজ যেমন ক'রে গাইছে আকাশ তেমনি ক'রে গাও গো।
আজ যেমন ক'রে চাইছে আকাশ তেমনি ক'রে চাও গো॥
আজ হাওয়া যেমন পাতায় পাতায় মর্মরিয়া বনকে কাঁদায়,
তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
Ms. 125 [অচলায়তনের পাণ্ডুলিপি] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
Ms. 230 অচলায়তন-এর প্রথম মুদ্রিত সংস্করণের পাঠ [পাণ্ডুলিপি] তবে পাণ্ডুলিপিতে গানটি লম্বা দাগে কেটে দেওয়া অবস্থায় দেখা যায়।
		Ms. 
		244 [অচলায়তনের 
		পাণ্ডুলিপি] [নমুনা]
 
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
		ক. রচনাকাল ও স্থান: ১৩২৮-১৩২৯
		
		বঙ্গাব্দের মধ্যকার সময়ে শিলাইদহে এই গানটি রচিত হয় 
	বলে অনুমিত। এই 
	বিচারে গানটি রবীন্দ্রনাথের 
	৫০ বৎসর বয়সের রচনা।
		
		[সূত্র:
		
		
		গীতবিতান কালানুক্রমিক সূচী। 
	প্রভাতকুমার মুখোপাধ্যায়]