বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার যেতে সরে না মন
পাঠ ও পাঠভেদ:
আমার যেতে সরে না মন―
তোমার দুয়ার পারায়ে আমি যাই যে হারায়ে
অতল বিরহে নিমগন॥
চলিতে চলিতে পথে সকলই দেখি যেন মিছে,
নিখিল ভুবন মিছে ডাকে অনুক্ষণ॥
আমার মনে কেবলই বাজে
তোমায় কিছু দেওয়া হল না যে।
যবে চলে যাই পদে পদে বাধা পাই,
ফিরে ফিরে আসি অকারণ॥
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩৪৬ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ-আষাঢ় মাসের মধ্যকার সময়ে এই গানটি রচিত বলে অনুমিত হয়। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ৭৮ বৎসর বয়সের রচনা। [সূত্র: গীতবিতান কালানুক্রমিক সূচী। প্রভাতকুমার মুখোপাধ্যায়]
রাগ: কাফি। তাল: দাদরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই
২০০১,
পৃষ্ঠা: ৫৮।]
[কাফি
সুরে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]