বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ
পাঠ ও পাঠভেদ:
যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ
আজ সে মেনে নিল আমার গানেরই বন্ধন॥
আকাশে যার পরশ মিলায় শরতমেঘের ক্ষণিক লীলায়
আপন সুরে আজ শুনি তার নূপুরগুঞ্জন॥
অলস দিনের হাওয়ায়
গন্ধখানি মেলে যেত গোপন আসা-যাওয়ায়।
আজ শরতের ছায়ানটে মোর রাগিণীর মিলন ঘটে,
সেই মিলনের তালে তালে বাজায় সে কঙ্কণ॥
পাঠভেদ:
আকাশে যার পরশ মিলায় : কথার অংশ,
গীতমালিকা-২ (পৌষ ১৩৩৬)
গীতবিতান ৩ (শ্রাবণ ১৩৩৯)
দেখেছি যার পরশ মিলায় : স্বরলিপি,
গীতমালিকা ২ (পৌষ ১৩৩৬)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: শেষবর্ষণ গ্রন্থটি রবীন্দ্রনাথব রচনা করেছিলেন ১৩৩২ বঙ্গাব্দে। ১৩৩২ বঙ্গাব্দের ভাদ্র মাসে নাটকটি মঞ্চস্থ হয়। এই সময় নাটকের গানগুলো নিয়ে একটি পুস্তিকা প্রকাশিত হয়। সম্পূর্ণ নাটকটি সবুজপত্র পত্রিকার কার্তিক ১৩৩২। প্রকাশিত হয়। [PDF]। এই বিচারে ধারণা করা হয়, রবীন্দ্রনাথ ১৩৩২ বঙ্গাব্দর শ্রাবণ থেকে ভাদ্র মাসের ভিতরে শেষবর্ষণ রচনা করেছিলেন। এই নাটকটির সূত্রে প্রাপ্ত এই গানটির রচনাকালও এই সময়েরই ধরা যেতে পারে। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ৬৪ বৎসর ৪-৫ মাসের রচনা বলে বিবেচনা করা যেতে পারে।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
ঋতু-উৎসব [বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ। শেষ বর্ষণ। নটরাজের গান। পৃষ্ঠা ২২] [নমুনা]
ভাদ্র ১৩৩২। নটরাজের গান।
রবীন্দ্ররচনাবলী অষ্টাদশ খণ্ড, বিশ্বভারতী (বৈশাখ ১৩৯৪)
স্বরবিতান একত্রিংশ (৩১, গীতমালিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডের (সংস্করণ পৌষ ১৪১২) ২৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৮৪-৮৫।
পত্রিকা:
রেকর্ডসূত্র: নাই।
প্রকাশের
কালানুক্রম:
শেষবর্ষণ
নাটকে গৃহীত ১৪টি নতুন
গানের ভিতরে এই গানটি ছিল।
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান একত্রিংশ (৩১, গীতমালিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডের (সংস্করণ পৌষ ১৪১২) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
রাগ : কেদার নাট। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়, ভি.ভি. ওয়াঝলওয়ার, রবীন্দ্রনাথের প্রেমের গান, সংগীত-শিক্ষায়তন, বৈশাখ ১৩৯০], পৃষ্ঠা ৭১।
রাগ : ছায়ানট। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা ৭৬।
রাগ : ছায়ানট। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা ১৩১।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।