বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যদি জানতেম আমার কিসের
ব্যথা তোমায় জানাতাম।
পাঠ
ও পাঠভেদ:
যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম।
কে যে আমায় কাঁদায় আমি কী জানি তার নাম॥
কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে-
সব যেন মোর বিকিয়েছে, পাই নি তাহার দাম॥
এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধ'রে।
ভুবন ভরে আছে যেন, পাই নে জীবন ভরে।
সুখ যারে কয় সকল জনে বাজাই তারে ক্ষণে ক্ষণে-
গভীর সুরে 'চাই নে'
'চাই নে' বাজে অবিশ্রাম॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 229 [নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩২০ বঙ্গাব্দের ৫ ফাল্গুন [মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি] তারিখে রবীন্দ্রনাথ শিলাইদহে আসেন। ১০-১১ ফাল্গুন তারিখে উত্তরবঙ্গ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়- তৎকালীন পাবনা ইনস্টটিউশনে। ১০ ফাল্গুন সকালে শিলাইদহ থেকে নৌকায় পদ্মা পার হয়ে পাবনা যান। সঙ্গে ছিলেন প্রমথ চৌধুরী ও মণিলাল গঙ্গোপাধ্যায়। পাবনাতে এঁরা আতিথ্য গ্রহণ করেন শীতলাহির জমিদার যোগেন্দ্রনাথ মৈত্রের বাড়িতে। ১২ ফাল্গুন তারিখে রবীন্দ্রনাথ পাবনা থেকে শিলাইদহে আসেন। এই দিন শান্তিনিকেতনে ফিরে তিনি এই গানটি রচনা করেন। গানটি রবীন্দ্রনাথের ৫২ বৎসর ১০ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: মা।
লয়: মধ্য।