বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
এখনো কেন সময় নাহি হল
পাঠ ও পাঠভেদ:
এখনো কেন সময় নাহি হল, নাম-না-জানা অতিথি-
আঘাত হানিলে না দুয়ারে, কহিলে না 'দ্বার খোলো'॥
হাজার লোকের মাঝে রয়েছি একেলা যে—
এসো আমার হঠাৎ-আলো, পরান চমকি তোলো॥
আঁধার বাধা আমার ঘরে, জানি না কাঁদি কাহার তরে।
চরণসেবার সাধনা আনো, সকল দেবার বেদনা আনো—
নবীন প্রাণের জাগরমন্ত্র কানে কানে বোলো॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: আশ্বিন ১৩৪৩ বঙ্গাব্দ। গানটি ৭৫ বৎসর ৬ মাস বয়সের রচনা। উল্লেখ্য রবীন্দ্রনাথ কথা ও কাহিনী কাব্যগ্রন্থের 'পরিশোধ' নামক কবিতাটিকে গীতিনাট্য-এ রূপ দেন ১৩৪৩ বঙ্গাব্দের আশ্বিন মাসে। এই সময় তিনি এই গীতিনাট্য-এ এই গানটি যুক্ত করেন। সম্ভবত এই এই গীতিনাট্যের জন্যই তিনি এই গানটি রচনা করেছিলেন।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতান-এর প্রেম (প্রেম বৈচিত্র্য-২৪)পর্যায়ের ৫১ সংখ্যক গান।
পরিশোধ (আশ্বিন ১৩৪৩ ) । প্রথম দৃশ্য, শ্যামার গান। (রবীন্দ্ররচনাবলী, পঞ্চবিংশ খণ্ড। বিশ্বভারতী মাঘ ১৩৯৫)
স্বরবিতান ষট্পঞ্চাশত্তম (৫৬) খণ্ডের (চৈত্র ১৪১৪) তৃতীয় গান। পৃষ্ঠা : ১০-১২।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ।
সুর ও তাল:
স্বরবিতান ষট্পঞ্চাশত্তম (৫৬) খণ্ডের (চৈত্র ১৪১৪) গৃহীত স্বরলিপিতে গানটির রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।২।২ মাত্রা ছন্দের 'তেওরা' তালে নিবদ্ধ।
ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
রাগ: ভৈরবী। তাল: তেওরা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৭]।
গ্রহস্বর : মা।