বিষয়: রবীন্দ্রসঙ্গীত
গান সংখ্যা: 
শিরোনাম: 
ধরা দিয়েছি গো আমি আকাশের পাখি
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর পাঠ: 
ধরা দিয়েছি গো আমি আকাশের পাখি,
নয়নে দেখেছি তব নূতন আকাশ॥
দুখানি আঁখির পাতে কী রেখেছ ঢাকি,
হাসিলে ফুটিয়া পড়ে উষার আভাস॥
হৃদয় উড়িতে চায় হোথায় একাকী—
আঁখিতারকার দেশে করিবারে বাস।
ওই গগনেতে চেয়ে উঠিয়াছে ডাকি—
হোথায় হারাতে চায় এ গীত-উচ্ছ্বাস॥
	- পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ: নাই
- তথ্যানুসন্ধান 
	
		
		- ক. রচনাকাল ও স্থান: ১২৯৩ 
বঙ্গাব্দের ২ অগ্রহায়ণ তারিখে কড়ি ও কোমল প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থের কিছু 
কবিতাকে রবীন্দ্রনাথ গানে পরিবর্তন করেন। তবে কবিতা রচনা এবং সুরারোপের তারিখ 
সম্পর্কে জানা যায় না। কড়ি ও কোমল -এর 
প্রকাশকালের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল- ২৪ বৎসর ৭ মাস। 
		
- খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		
			- গ্রন্থ: 
			
- 
 কড়ি ও কোমল (১২৯৩ বঙ্গাব্দ)। 'হৃদয় আকাশ' কবিতার প্রথম ৮ পংক্তি।
- 
 কাব্যগীতি (১৯২০)। 
			
- কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
		কড়ি ও 
		কোমল। শিরোনাম হৃদয় আকাশ। পৃষ্ঠা: ১৩০][নমুনা]
-  গীতবিতান-এর 
			প্রেম  (প্রেম 
বৈচিত্র্য-২৭)পর্যায়ের 
৫৪ সংখ্যক গান।
- 
			
			স্বরবিতান 
ত্রয়স্ত্রিংশ (৩৩) খণ্ডের (অগ্রহায়ণ 
১৪১৩) ৩ সংখ্যক গান।
			পৃষ্ঠা ১৪-১৫।
 
- সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
			- স্বরলিপিকার: 
দিনেন্দ্রনাথ 
			ঠাকুর।
- 
			সুর ও তাল:
			
 
 
গ্রহস্বর : সনা্
লয় : মধ্য।