বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এসো আমার ঘরে।
পাঠ ও পাঠভেদ:
এসো আমার ঘরে।
বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে॥
স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকে
মুগ্ধ এ চোখে।
ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসো আমার ঘরে॥
দুঃখসুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো।
ছিলে আশার অরূপ বাণী ফাল্গুনবাতাসে
বনের আকুল নিশ্বাসে-
এবার ফুলের প্রফুল্ল রূপ এসো বুকের 'পরে॥
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ফাল্গুন ১৩৩২। গানটি সম্ভবত কলকাতায় রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৪ বৎসর ১০ মাস।
স্বরবিতান একত্রিংশ (৩১, গীতমালিকা দ্বিতীয় খণ্ড) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
রাগ: দেশ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭১]
রাগ: দেশ। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৯]।
গ্রহস্বর : রা
লয় : মধ্য।