বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন
পাঠ ও পাঠভেদ:
ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন
তেমনি উঠে এসো এসো।
শমীশাখার বক্ষ হতে যেমন জ্বলে অগ্নি
তেমনি তুমি এসো এসো॥
ঈশানকোণে কালো মেঘের নিষেধ বিদারি
যেমন আসে সহসা বিদ্যুৎ
তেমনি তুমি চমক হানি এসো হৃদয়তলে-
এসো তুমি, এসো তুমি, এসো এসো॥
আঁধার যবে পাঠায় ডাক মৌন ইশারায়
যেমন আসে কালপুরুষ সন্ধ্যাকাশে
তেমনি তুমি এসো, তুমি এসো এসো।
সুদূর হিমগিরির শিখরে
মন্ত্র যবে প্রেরণ করে তাপস বৈশাখ
প্রখর তাপে কঠিন ঘন তুষার গলায়ে,
বন্যাধারা যেমন নেমে আসে,
তেমনি তুমি এসো, তুমি এসো এসো॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি নাই।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ‘চণ্ডালিকা নৃত্যনাট্য’ ১৩৪৪ সালের ফাল্গুন মাসে পুস্তিকা-আকারে প্রথম প্রকাশিত হয়। ৪, ৫, ৬ চৈত্র তারিখে (১৩৪৪) কলিকাতায় ‘ছায়া’ রঙ্গমঞ্চে সাধারণের সমক্ষে উহা সর্বপ্রথম অভিনীত হয়্। পরবর্তী ২৬ ও ২৭ মাঘ তারিখে (১৩৪৫) ‘শ্রী’ রঙ্গমঞ্চে পুনরভিনয়ের প্রাক্কালে রবীন্দ্রনাথ নাটিকাটিকে পরিমার্জিত করিয়া নূতন আকার দান করেন। ১৩৪৫ সালের চৈত্র মাসে ‘নৃত্যনাট্য চণ্ডালিকা’ নামে নাটিকাটির একটি নূতন সংস্করণ প্রকাশিত হয়। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই নৃত্যনাট্যটির চূড়ান্ত রূপদান করেছিলেন, ১৩৪৪ খ্রিষ্টাব্দের ফাল্গুন মাসের দিকে। সে বিচারে বলা যায়, গানটি রবীন্দ্রনাথের ৭৬ বৎসর ১০ মাস বয়সের দিকের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতান-এর প্রেম (প্রেম বৈচিত্র্য-৩৮) পর্যায়ের ৬৫ সংখ্যক গান।
চণ্ডালিকা (তৃতীয় দৃশ্য), সকলে মিলে গীত।
চণ্ডালিকা (চৈত্র ১৩৪৫), তৃতীয় দৃশ্য। সকলে মিলে গীত [রবীন্দ্ররচনাবলী পঞ্চবিংশ খণ্ড, বিশ্বভারতী]
স্বরবিতান অষ্টাদশ (১৮, চণ্ডালিকা) খণ্ডের (পৌষ ১৪১২) গান। বাণী অংশ : ২৮-২৯। স্বরলিপি অংশ : ১১১-১১৩।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি:
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার।
সুর ও তাল:
স্বরবিতান অষ্টাদশ খণ্ডের (পৌষ ১৪১২) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।২ ছন্দে 'ঝম্পক' তালে নিবদ্ধ।
রাগ : মিশ্র। রাগরূপ পরিচ্ছন্ন নয়। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান । সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৬]
গ্রহস্বর : সা
লয় : মধ্য