বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
মম রুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে
পাঠ ও পাঠভেদ:
মম রুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে,
মম অখ্যাততিমিরতলে এসো গৌরবনিশীথে॥
এই মূল্যহারা মম শুক্তি, এসো মুক্তাকণায় তুমি মুক্তি-
মম মৌনী বীণার তারে এসো সঙ্গীতে॥
নব অরুণের এসো আহ্বান,
চিররজনীর হোক অবসান-এসো।
এসো শুভস্মিত শুকতারায়, এসো শিশির-অশ্রুধারায়
সিন্দূর পরাও উষারে তব রশ্মিতে॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 017
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: চণ্ডালিকা র ভাদ্র ১৩৪০ সংস্করণে প্রথম প্রকাশিত হয়েছিল। ধারণা করা হয়, চণ্ডালিকার জন্য রবীন্দ্রনাথ গানটি রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৭২ বৎসর ৩-৪ মাস।
চণ্ডালিকা
স্বরবিতান চতুঃপঞ্চাশত্তম খণ্ডে (চৈত্র ১৪১৩) এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
রাগ : ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
রাগ : কাফি। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]
রাগ : ভৈরবী। তাল: কাহারবা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১২৬।
গ্রহস্বর : সা
লয় : মধ্য