বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এসো এসো পুরুষোত্তম,
এসো এসো বীর মম।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
প্রেম (প্রেম
বৈচিত্র্য-৪০)
পর্যায়ের
৬৭ সংখ্যক গান।
এসো এসো পুরুষোত্তম,
এসো এসো বীর মম।
তোমার পথ চেয়ে আছে
প্রদীপ জ্বালা॥
আজি পরিবে বীরাঙ্গনার
হাতে দৃপ্ত ললাটে, সখা,
বীরের বরণমালা॥
ছিন্ন ক'রে দিবে সে তার
শক্তির অভিমান,
তোমার চরণে করিবে দান
আত্মনিবেদনের ডালা-
চরণে করিবে দান।
আজ পরাবে বীরাঙ্গনা
তোমার দৃপ্ত ললাটে, সখা,
বীরের বরণমালা॥
- পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
নৃত্যনাট্য চিত্রাঙ্গদা কবির বহু পুরাতন রচনা
চিত্রাঙ্গদা (ভাদ্র ১২৯৯) কাব্যের কাহিনী অবলম্বনে রচিত এবং কলিকাতায় ‘নিউ এম্পায়ার
থিয়েটার’এ ১৩৪২ সালের ২৭, ২৮, ২৯ ফাল্গুন তারিখে অভিনীত হওয়ার উপলক্ষে প্রথম
প্রকাশিত। এই বিচারে গানটির বলা যায়, ১৩৪২ বঙ্গাব্দের মাঘ- ফাল্গুন মাসের দিকেই
রচিত। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৭৪ বৎসর ৯-১০ মাস।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- গীতবিতান-এর
প্রেম (প্রেম
বৈচিত্র্য-৪০)
পর্যায়ের
৬৭ সংখ্যক গান।
-
চিত্রাঙ্গদা (ফাল্গুন
১৩৪২)। চিত্রাঙ্গদার সহচর-সহচরীদের গান। [রবীন্দ্ররচনাবলী
পঞ্চবিংশ খণ্ড, বিশ্বভারতী]
-
স্বরবিতান সপ্তদশ (১৭,
চিত্রাঙ্গদা) খণ্ডের (চৈত্র ১৪১৪)
গান। পৃষ্ঠা :
গান ৩৯। স্বরলিপি : ১১২-১১৪।
- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি: শৈলজারঞ্জন
মজুমদার
-
সুর ও তাল:
গ্রহস্বর: না।