বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার দিন
ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
পাঠ ও পাঠভেদ:
আমার নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে
আমার স্বপনলোকে দিশাহারা॥
ওগো অন্ধকারের অন্তরধন, দাও ঢেকে মোর পরান মন―
আমি চাই নে তপন, চাই নে তারা॥
যখন সবাই মগন ঘুমের ঘোরে নিয়ো গো, নিয়ো গো,
আমার ঘুম নিয়ো গো হরণ করে।
একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে―
দিয়ো গো, দিয়ো গো,
আমার চোখের জলের দিয়ো সাড়া॥
পাণ্ডুলিপির পাঠ:
MS. NO 111 [ দ্বিতীয় গান। নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
পাণ্ডুলিপি-তে গানটির নিচে আশ্বিন/শান্তিনিকেতন লেখা আছে। কিন্তু তারিখ নেই।
উল্লেখ্য
রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে
১৩২২
বঙ্গাব্দের
৭ আশ্বিন-এ কলকাতায় আসেন।
৭ আশ্বিন থেকে ২৪ আশ্বিন [শুক্রবার ১ অক্টোবর] পর্যন্ত তিনি কলকাতায় ছিলেন। ২৪শে
আশ্বিন তিনি কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করেন। এই সূত্রে
ধারণা করা হয়, তিনি ৭ই আশ্বিনের আগেই গানটি রচনা করেছিলেন। এই বিচারে বলা যায়,
গানটি রবীন্দ্রনাথ ৫৪ বৎসর ৫ মাস বয়সে রচনা করেছিলেন।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ দশম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কেতকী (শ্রাবণ ১৩৩৫ বঙ্গাব্দ)।
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রেম (প্রেম বৈচিত্র্য-৪১) পর্যায়ের ৬৮ সংখ্যক গান।
গীতপঞ্চাশিকা (আশ্বিন ১৩২৫ বঙ্গাব্দ)।
গীতিচর্চ্চা (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)।
স্বরবিতান
ষোড়শ
(১৬,
গীতপঞ্চাশিকা,
আশ্বিন
১৪১৩) খণ্ডের ৬ষ্ঠ
গান।
পৃষ্ঠা: ২৪-২৫।
সুরান্তর : পৃষ্ঠা ২৬-২৮।
স্বরবিতান একাদশ (১১,
কেতকী, আশ্বিন ১৪১৬)
খণ্ডের ৬ষ্ঠ গান। পৃষ্ঠা: ২১-২৩।
সুরান্তর : পৃষ্ঠা ২৩-২৪।
পত্রিকা:
প্রবাসী (কার্তিক ১৩২২ বঙ্গাব্দ)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলি:
স্বরলিপিকার:স্বরবিতান ষোড়শ (১৬, গীতপঞ্চাশিকা, আশ্বিন ১৪১৩) খণ্ডে তিনটি স্বরলিপি পাওয়া যায়। এই গ্রন্থের ১৮৯ পৃষ্ঠায় মুদ্রিত পাঠ থেকে জানা যায়, এই গানের স্বরলিপিকার দিনেন্দ্রনাথ ঠাকুর। এই গ্রন্থের ২৪-২৮ পৃষ্ঠায় মুদ্রিত দুটি স্বরলিপির স্বরলিপিকার দিনেন্দ্রনাথ ঠাকুর বলা যায়। কিন্তু এই গ্রন্থের তৃতীয় স্বরলিপি সুরান্তর হিসেবে মুদ্রিত হয়েছে। এই সুরান্তরটির স্বরলিপিকার হিসেবে দিনেন্দ্রনাথ ঠাকুরের নাম পাওয়া যায়। একই ভাবে গানের স্বরলিপিকারের বিষয়ে জানা যায় স্বরবিতান একাদশ (১১, কেতকী, আশ্বিন ১৪১৬) খণ্ড থেকে।
সুর ও তাল:
স্বরবিতান
ষোড়শ
(১৬,
গীতপঞ্চাশিকা,
আশ্বিন
১৪১৩)
-এ গৃহীত দুটি স্বরলিপির কোনোটির সাথেই
রাগ-তালের উল্লেখ নেই। এর প্রথম স্বরলিপিটি ৪।৪ ছন্দে
কাহারবা তালে নিবদ্ধ।
সুরান্তরটি ৩।৩ মাত্রা ছন্দে
দাদরা তালে নিবদ্ধ।
[মূল
স্বরলিপি ও সুরান্তর]
রাগ : মিশ্র মাণ্ড। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান । সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৯]
গ্রহস্বর: সা [উভয় স্বরলিপি]
লয়: মধ্য।