বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা:
শিরোনাম: 
বিজয়মালা এনো আমার লাগি।
পাঠ ও পাঠভেদ:
বিজয়মালা এনো আমার লাগি।
দীর্ঘরাত্রি রইব আমি জাগি॥
চরণ যখন পড়বে তোমার মরণকূলে
বুকের মধ্যে উঠবে আমার পরান দুলে,
সব যদি যায় হব তোমার সর্বনাশের ভাগী॥
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
	ক. রচনাকাল ও স্থান: 
		১৩৪০
বঙ্গাব্দ।
                         
রবীন্দ্রনাথের
৭২ 
বৎসর  বয়সের 
রচনা।