বিষয়: রবীন্দ্রসঙ্গীত
গান সংখ্যা:
শিরোনাম: ফুল তুলিতে ভুল করেছি প্রেমের সাধনে।
পাঠ ও পাঠভেদ:

ফুল তুলিতে ভুল করেছি প্রেমের সাধনে।

বঁধু, তোমায় বাঁধন কিসে মধুর বাঁধনে   

    ভোলাব না মায়ার ছলে, রইব তোমার চরণতলে,

মোহের ছায়া ফেলব না মোর হাসি-কাঁদনে   

রইল শুধু বেদন-ভরা আশা, রইল শুধু প্রাণের নীরব ভাষা।

নিরাভরণ যদি থাকি  চোখের কোণে চাইবে না কি-

যদি আঁখি নাই-বা ভোলাই রঙের ধাঁদনে