বিষয়: রবীন্দ্রসঙ্গীত
গান সংখ্যা:
শিরোনাম:
ফুল তুলিতে ভুল করেছি প্রেমের সাধনে।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর পাঠ:
ফুল তুলিতে ভুল করেছি প্রেমের সাধনে।
বঁধু, তোমায় বাঁধন কিসে মধুর বাঁধনে॥
ভোলাব না মায়ার ছলে,
রইব তোমার চরণতলে,
মোহের ছায়া ফেলব না মোর হাসি-কাঁদনে॥
রইল শুধু বেদন-ভরা আশা, রইল শুধু প্রাণের
নীরব ভাষা।
নিরাভরণ যদি থাকি চোখের কোণে চাইবে
না কি-
যদি আঁখি নাই-বা ভোলাই রঙের ধাঁদনে॥
- পাণ্ডুলিপির পাঠ:
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
১৩৩৪ বঙ্গাব্দে
বার্ষিক বসুমতীতে 'পরিত্রাণ' নাটকটি প্রকাশিত হয়। এই নাটকে রবীন্দ্রনাথ কিছু নতুন
গান যুক্ত করেন। ধারণা করা হয়, এই নাটকের জন্য এই গানগুলো রচনা করেছিলেন। নতুন
গানের তালিকায় এই গানটি ছিল। এই বিচারে অনুমান করা যায়, গানটি রবীন্দ্রনাথের ৬৪
বৎসর বয়সের রচনা।
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- গীতবিতান-এর
প্রেম (প্রেম
বৈচিত্র্য-৬৬)
পর্যায়ের ৯৪ সংখ্যক গান।
-
পরিত্রাণ, নটীদের গান। (জ্যৈষ্ঠ ১৩৩৬ বঙ্গাব্দ)। [রবীন্দ্ররচনাবলী, বিংশ
খণ্ড। বিশ্বভারতী (মাঘ ১৩৯৪)]
-
স্বরবিতান ত্রয়োবিংশ
(১৩) খণ্ডের (জ্যৈষ্ঠ
১৪১৩) ২২ সংখ্যক গান। পৃষ্ঠা : ৫৮-৫৯
- পত্রিকা:
-
বার্ষিক শারদীয়া বসুমতী (১৩৩৪ বঙ্গাব্দ)। পরিত্রাণ নাটকের সাথে প্রকাশিত
হয়েছিল।
-
গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
সুশীলকুমার ভঞ্জ চৌধুরী।
- সুর ও তাল:
-
স্বরবিতান ত্রয়োবিংশ
(১৩) খণ্ডে (জ্যৈষ্ঠ
১৪১৩) গৃহীত
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি ৪।৪
মাত্রা ছন্দে 'কাহারবা' তালে নিবদ্ধ।
- রাগ : বেহাগড়া [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
-
রাগ: খাম্বাজ। অঙ্গ: বাউল। তাল: কাহারবা
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৭
-
রাগ: খাম্বাজ। তাল: কাহারবা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত।
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।
পৃষ্ঠা: ১১৫]
গ্রহস্বর: পা
লয়: মধ্য